• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় আশার ফ্রি মেডিকেল ক্যাম্প ভৈরবে কেমিক্যাল সংকটে বন্ধ পাদুকা উৎপাদন ঈদ বাজারে হতাশ কারখানা মালিকরা নবীনগরে ফসিল জমি নষ্ট করায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে সাজা প্রদান ইউএনওকে দেখে পালানো ভৈরব নিত্য প্রয়োজনীয় মালামাল ব্যবসায়ীরা, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা ভৈরবে প্রয়াত সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমনের ২য় মৃত্যুবার্ষিকী পালন ভৈরব আওয়ামী লীগের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন কষ্টে দিন গেছে সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা ইলা রাণীদের জাতির পিতাকে হত্যা না করলে দেশ উন্নয়নের শিখরে যেত …… মেজর আখতার কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করিমগঞ্জে টিসিবির পণ্য কিনতে ভিড় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা

সার-তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে কৃষক সমিতির মানববন্ধন

বক্তৃতা করছেন জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ -পূর্বকণ্ঠ

সার-তেলের মূল্যবৃদ্ধির
প্রতিবাদে কিশোরগঞ্জে
কৃষক সমিতির মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ শহরে জেলা কৃষক সমিতি ‘সার, ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমাও-জান বাঁচাও’ শ্লোগান সংবলিত ব্যানার নিয়ে মানববন্ধন করেছে। আজ ৯ আগস্ট মঙ্গলবার সকালে সংগঠনের জেলা কমিটির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দুর সঞ্চালনায় জেলা সিপিবি কার্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধনের আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বর্তমান সভাপতি আব্দুর রহমান, জেলা কৃষক সমিতির সহ-সম্পাদক ডা. হাবিবুর রহমান, বাজিতপুর উপজেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, জ্বালানি খাতে বছরে ৩২ হাজার কোটি টাকা লুটপাট এবং অপচয় হয়। এই অপচয় রোধ করতে পারলে কৃষি খাতে ভর্তুকি দেয়া যেত। সরকার সার ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় বাজারে কৃষি পণ্যসহ সকল নিত্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এতে নি¤œ আয়ের মানুষের জীবনধারণ কঠিন হয়ে পড়ছে। এছাড়া কৃষিতে উৎপাদন খরচও বেড়ে যাবে। তারা অবিলম্বে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ হাওরের জলমহালগুলো প্রভাবশালীদের ইজারার হাত থেকে রক্ষা করে প্রকৃত মৎস্যজীবীদের ইজারার ব্যবস্থা করা এবং চলন্ত নদী ইজারা না দিয়ে এসব নদী এবং ভাসান পানিতে মৎস্যজীবীদের অবাধ মৎস্য শিকারের অধিকার প্রদানের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *