• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৪ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে শেখ কামালের৭৩তম জন্মদিন পালিত

#মো. আলাল উদ্দিন :-

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। আজ ৫ আগস্ট শুক্রবার সকাল ১১টায় ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, ভৈরব উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ভৈরব পৌরসভা, ভৈরব থানা, সরকারি হাজী আসমত কলেজ, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
এ ছাড়াও উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, গাছের চারা বিতরণ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেণু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহম্মেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান সুজন, সরকারি হাজী আসমত কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুর রউফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লে. মো. অহিদুর রহমান, ভৈরব এমপি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মুহিত, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক মো. আলাল উদ্দিন, দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলা ভৈরব প্রতিনিধি তুহিনুর রহমান মোল্লা, কালেরকণ্ঠ ও বৈশাখী টেলিভিশন ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, দৈনিক মানবকণ্ঠ ভৈরব প্রতিনিধি মো. আক্তারুজ্জামানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।
সবশেষে অতিথিগণ শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *