• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

তাড়াইলে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও কার্ড বিতরণ

# জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিনের সভাপতিত্বে উপজেলা হল রুমে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি (তাড়াইল-করিমগঞ্জ) সংসদ সদস্য জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ ও কার্ড তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, জাতীয় পার্টির আহ্বায়ক চান মিয়া, তাড়াইল মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আ. হাই, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ধলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টির তাড়াইল উপজেলা যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মবিন প্রমুখ।
প্রধান অতিথি অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন, তাড়াইল উপজেলা মুক্তিযুদ্ধাদের নতুন কমিটি গঠন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচনে এই দেশে ফেরেস্তা আসলেও সুষ্ঠু নির্বাচন দিতে পারবেনা, নির্বাচনে মানুষের আস্থা নাই, সেই কথা আমি নির্বাচন কমিশনকে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *