• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন |
  • English Version

মুজিববর্ষ উপলক্ষে অষ্টগ্রামে শুরু হয়েছে চারদিন ব্যাপী রোভার মেটকোর্স

মুজিববর্ষ উপলক্ষে অষ্টগ্রামে
শুরু হয়েছে চারদিন ব্যাপী
রোভার মেটকোর্স

# নিজস্ব প্রতিবেদক :-

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অষ্টগ্রাম সরকারি রোটারি কলেজে শুরু হয়েছে ১৬ ও ১৭তম কোর্স ফর রোভারমেট। বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভারের আয়োজনে আজ ২৭ জুলাই সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ এএলটি। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী, রোটারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজতবা আরিফ খান, জেলা রোভারের সাধারণ সম্পাদক কামরুল আহসান, জেলা রোভারের যুগ্ম-সম্পাদক সালমা হক, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের রোভার স্কাউট লিডার পারভীন আক্তার প্রমুখ। এই কোর্সে অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, করিমগঞ্জ, তাড়াইল ও ভৈরবের বিভিন্ন কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা থেকে ৯০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *