• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন |
  • English Version

কটিয়াদীতে ফুটবল মাঠ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত এক আহত ২০

সংঘর্ষ ও বাড়িঘরে হামলার আলামত -পূর্বকণ্ঠ

কটিয়াদীতে ফুটবল মাঠ
নিয়ে দুই গ্রামের সংঘর্ষে
নিহত এক আহত ২০

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদী উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের রায়খলা এবং সতেরদ্রোন গ্রামের মধ্যে আজ ২২ জুলাই শুক্রবার সকালে এলাকার ফুটবল মাঠের আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এসময় রায়খলা গ্রামের সাবেক ইউপি মেম্বার মৃত কামাল মিয়ার ছেলে হুমায়ুন (৩২) টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। খবর পেয়ে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী ও কটিয়াদী থানার ওসি এসএম শাহাদত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ জানিয়েছেন, হুমায়ুনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি। উভয় পক্ষে অন্তত ২০ জনের মত আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। দুই গ্রামবাসীর মধ্যে টেটা, বল্লম, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই গ্রামের কয়েকটি বাড়িঘরেও হামলা করে ভাংচুর চালানো হয়। ওসি এসএম শাহাদত হোসেন জানিয়েছেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে বিকাল সোয়া ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *