মিঠামইনের হাওরে বেড়াতে গিয়ে গোসল করতে নেমে তানজিব সারোয়ার হিমেল (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ ১৪ জুলাই বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে তার লাশ উদ্ধার করেছে। কিশোরগঞ্জ শহরের গাইটাল নামাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে হিমেল গতকাল বুধবার বন্ধুদের সঙ্গে হাওরে বেড়াতে গিয়ে করিমগঞ্জের বালিখলা ঘাট হয়ে নৌকাযোগে মিঠামইনের হাওরের মাঝখানে হাসানপুর সেতুতে যান। সেখানে সন্ধ্যার আগে তিনি ভরা বর্ষার তীব্র স্রোতের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ ছিলেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানিয়েছেন, তাদের ডুবুরি দল আজ ভোরবেলা থেকে অভিযানে নেমে সকাল পৌনে ১১টার দিকে হিমেলের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন।