কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় বন্যার্তদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শুকনো খাবার ও ত্রাণসামগ্রি বিতরণ করা হয়েছে। আজ ২৬ জুন রোববার ইটনার ধনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে এসব সামগ্রি বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক সোহরাব উদ্দিন ঠাকুর ও ডা. প্রসূন সাহাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য স্টাফ উপস্থিত ছিলেন।