কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের গোপদীঘি এলাকায় বন্যার্তদের মাঝে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক ত্রাণ সামগ্রি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছেন। তিনি ২৫ জুন শনিবার গোপদীঘি এলাকায় গিয়ে বন্যা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ত্রাণ সহায়তা ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করেন। হাওর এলাকায় কিছুদিন আগেই বোরো ধান কাটা হয়েছে। ফলে হাওর জনপদে খাদ্যশষ্যের কোন সঙ্কট নেই। কিন্তু সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ঘরে ধান থাকার পরও হাওরবাসী চরম খাদ্য সঙ্কটে পড়েছেন। যে কারণে সরকারের পাশাপাশি বিভন্ন সংস্থা এবং জনপ্রতিনিধিরা খাদ্য সহায়তা দিচ্ছেন।