• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন |
  • English Version

মিঠামইন ও ইটনায় রাষ্ট্রপতি নানা উন্নয়ন কাজ পরিদর্শন করলেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অষ্টগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করছেন -পূর্বকণ্ঠ

মিঠামইন ও ইটনায়
রাষ্ট্রপতি নানা উন্নয়ন
কাজ পরিদর্শন করলেন

# নিজস্ব প্রতিবেদক :-

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জেলার হাওর উপজেলা মিঠামইন ও ইটনায় বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। তিনি ২৮ মার্চ সোমবার বিকাল ৫টার দিকে মিঠামইনের নিজ বাড়ি থেকে গাড়ি বহর নিয়ে সড়কপথে গিয়ে উপজেলার গোপদীঘি এলাকার অবকাঠামোগত উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এরপর ইটনার পূর্বগ্রামে নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। তিনি ইটনা উপজেলা পরিষদের অভ্যন্তরে বিভিন্ন উন্নয়ন কাজ, ইটনার মহেশচন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের প্রশাসনিক ভবন ও অন্যান্য ভবনের নির্মাণ কাজ এবং শহীদ বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বীর বিক্রম সেতুর নির্মাণ কাজও পরিদর্শন করেন। এছাড়া রাষ্ট্রপতি ইটনায় প্রস্তাবিত মডেল মসজিদের স্থানও পরিদর্শন করেন।
এরপর সন্ধ্যায় তিনি ইটনা সদরে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছিয়া আলম, ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. বাহাদুর আলী, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *