মিঠামইন থেকে ৯ কেজি গাঁজা, মাদক বিক্রির ১৪শ’ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ হবিগঞ্জের এক মাদক ব্যবসায়ীকে র্যাব গ্রেফতার করেছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারি করে র্যাবের একটি দল আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় মিঠামইনের গোপদিঘী এলাকা থেকে এসব মাদক ও টাকাসহ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদেশপুর ইউনিয়নের ফরকি এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আরিফুল ইসলাম মিজানকে (২৮) গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেকদিন ধরে মিজান মাদক ব্যবসায় জড়িত রয়েছেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মিঠামইন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।