• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বেকারদের কর্মসংস্থানের আশ্বাস দিলেন চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন ভৈরবে দুর্বৃত্তের ইটের আঘাতে এক ব্যক্তির মৃত্যু এখন যেন হাওরে শোভা পাচ্ছে ধানের আলপনা মুক্তিযোদ্ধার বাড়িতে তান্ডব কেটেছে শতাধিক গাছ পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলায় চেয়ারম্যানসহ আসামি ২৩, গ্রেপ্তার ৪ হোসেনপুরে রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাজারও গ্রামবাসী ভৈরবে শতাধিক বয়স্ক রিকশা ও ভ্যান চালকের মাঝে ওসি সফিকুল ইসলামের খাদ্য সহায়তা প্রদান ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫ গরমে গরিবের এসি যেন মাটির ঘর ভৈরবের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও শিশু সংগঠক শরীফ উদ্দিন আহমেদ জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন

কটিয়াদীর মানিকখালী বাজারে মাঘের মেলা

মাটির আকর্ষণীয় খেলনার দোকান -পূর্বকণ্ঠ

কটিয়াদীর মানিকখালী
বাজারে মাঘের মেলা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাঘের মেলা। বহু যুগ আগে থেকেই এই বাজরে মাঘ মাসের প্রথম মঙ্গলবার বসে মাঘের এই গ্রামীণ মেলা। মেলায় রকমারি খেলনা আর কাপড়ের দোকান ছাড়াও বসে জিলাপি, মোয়া, পিঠাসহ বিভিন্ন লোভনীয় খাবারের দোকান। মেলায় বেশি উৎফুল্ল হয় শিশুরা। আর শিশুদের বেশি আকর্ষণ করে নানা রকম খেলনা। এর মধ্যে মাটির তৈরি বিভিন্ন খেলনা প্রাণী ছাড়াও কারখানায় তৈরি প্লাস্টিক, রাবার, ফোম, লোহা, টিন আর কাঠের তৈরি খেলনার দোকানও বসে। আর এই মাঘের মেলা শিশুদেরই বেশি আকর্ষণ করে। তারা সারা বছর অপেক্ষা করে থাকে, কবে আসবে মাঘ মাসের প্রথম মঙ্গলবার। মানিকখালী বাজার ছাড়াও এর দুই কিলোমিটার দূরে মাঘ মাসের শেষ মঙ্গলবার থেকে বসে শত শত বছরের ঐতিহ্যবাহী জেলার সবচেয়ে বড় মেলা, ‘কুড়িখাই মেলা’। এটি জমজমাট থাকে সপ্তাহব্যাপী।

কারখানায় তৈরি আকর্ষণীয় খেলনার দোকান -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *