• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে প্রতিবন্ধী দিবসের শোভাযাত্রা আলোচনা সভা

বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মোস্তফা। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে প্রতিবন্ধী
দিবসের শোভাযাত্রা
আলোচনা সভা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ৩ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সরকারী শিশু পরিবার (বালিকা) ভবন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ শীর্ষক প্রতিপাদ্যের ওপর আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মায়া ভৌমিক, সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তা অ্যাডভোকেট স্বপন সরকার, মাদক বিরোধী আন্দোলনের সভাপতি ইবনে আব্দুল্লাহ শাহজাহান প্রমুখ।

বক্তাগণ প্রতিবন্ধী শিশুর জন্মের বিভিন্ন কারণ ও প্রতিকারযোগ্য সচেতনতা, প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা, তাদেরকে বোঝা জ্ঞান করার পরিবর্তে সম্পদে পরিণত করার জন্য সরকারী-বেসরকারী নানা উদ্যোগ নিয়ে কথা বলেন। তাদের প্রতি সমাজ মননে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপরও বক্তাগণ গুরুত্বারোপ করেন। সরকার প্রতিবন্ধীসহ সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য প্রায় ৫০ রকমের ভাতা চালু করেছে বলেও তারা উল্লেখ করেন। শেষে ৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালিকা শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তাছফিয়া তানজিম স্নিগ্ধা।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *