• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে বিএডিসির বীজ বিপণন নিয়ে উপ-পরিচালক গোলকনাথের ব্যাখ্যা

কিশোরগঞ্জে বিএডিসির বীজ
বিপণন নিয়ে উপ-পরিচালক
গোলকনাথের ব্যাখ্যা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে বিএডিসি’র বোরো বীজ বিপণন নিয়ে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছেন জেলা বিএডিসি’র (বীজ বিপণন) উপ-পরিচালক গোলকনাথ বণিক। তিনি বলেছেন, কিশোরগঞ্জ জেলার জন্য এবার বোরো বীজ বরাদ্দ হয়েছে ৪ হাজার ১শ’ মেট্রিকটন। ডিলারগণ নতুন করে ভর্তুকি পুনর্নির্ধারণের অপেক্ষায় থাকতে গিয়ে ৩ নভেম্বর পর্যন্ত বীজ উত্তোলন করেননি। তবে এর আগেই পূর্বের মূল্যে ২৩৪ টন বীজ বিতরণ করা হয়েছে। পূর্বের মূল্যে ডিলার পর্যায়ে প্রতি কেজি ব্রিধান-২৮ বীজ বিক্রি হয়েছে ৪৬ টাকা। আর কৃষক পর্যায়ে বিক্রয় মূল্য ছিল ৫৩ টাকা। অন্যদিকে ব্রিধান-২৯ বীজ ডিলার পর্যায়ে প্রতি কেজির দাম ছিল ৪৫ টাকা, আর কৃষক পর্যায়ে ছিল ৫২ টাকা। মূল্য পুনর্নির্ধারণের পর ডিলার পর্যায়ে প্রতি কেজি ব্রিধান-২৮ বীজ বিক্রি হচ্ছে ৪২ টাকা ৫০ পয়সা। আর কৃষক পর্যায়ে বিক্রয় মূল্য ৫০ টাকা। অন্যদিকে ব্রিধান-২৯ বীজ ডিলার পর্যায়ে প্রতি কেজির দাম হচ্ছে ৪২ টাকা, আর কৃষক পর্যায়ে ৪৯ টাকা।
উপ-পরিচালক জানান, অক্টোবরের তৃতীয় সপ্তাহে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ডিলার নেতারা দাবি জানিয়েছিলেন যেন ভর্তুকী পুনর্নির্ধারণের আগে কৃষকদের প্রয়োজন মেটাতে রশিদ ছাড়া বীজ প্রদান করা হয়। ভর্তুকি ঘোষণার পর তারা নতুন মূল্যে দাম পরিশোধ করে দেবেন। কিন্তু মনিটরিং কমিটির লিখিত রেজুলেশন ছাড়া বীজ দেয়া সম্ভব হয়নি বলে উপ-পরিচালক জানিয়েছেন। যে কারণে ডিলারগণ ভর্তুকির অপেক্ষায় ৩ নভেম্বর পর্যন্ত বীজ উত্তোলন করেননি। এক্ষেত্রে উপ-পরিচালক অফিসের কিছু করার ছিল না। তবে ৩ নভেম্বরের পরও ডিলারগণ পরিমাণে বীজ কম উত্তোলন করেছেন। যে কারণে অনেক বীজ গুদামে মজুদ পড়ে আছে বলে তিনি জানিয়েছেন। এদিকে ডিলারগণ জানিয়েছেন, ভর্তুকি পুনর্নির্ধাণে বিলম্ব করায় ডিলারগণ সময়মত বীজ উত্তোলন না করার কারণে এই সুযোগে বিভিন্ন প্রাইভেট কোম্পানির বীজে বাজার সয়লাব হয়ে গেছে। যে কারণে ক্ষতির আশঙ্কায় ডিলারগণ বিএডিসি’র বীজ কম উত্তোলন করেছেন বলেই গুদামে বীজ আটকে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *