• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন |
  • English Version

ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন ও মত বিনিময় সভা

ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদের
বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন
ও মত বিনিময় সভা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের দুর্গম হাওর উপজেলা ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ব্যক্তিগত উদ্যোগে সূচনা হওয়া বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ তিনি পরিদর্শন করেছেন। কিশোরগঞ্জে ১২ নভেম্বর থেকে শুরু হওয়া রাষ্ট্রপতির সফরসূচীর চতুর্থ দিন আজ ১৫ নভেম্বর সোমবার দুপুরে তিনি মিঠমইনের নিজ বাড়ি থেকে সড়কপথে ইটনায় যান। সেখানে আবদুল হামিদ সরকারী কলেজে রাষ্ট্রপতির সহধর্মিনীর নামে নির্মিত রাশিদা খানম মহিলা হোস্টেল, উপজেলা পরিষদ ভবন, পল্লীবিদ্যুৎ এবং সড়ক যোগাযেগ অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় সভা করেছেন। সভায় রাষ্ট্রপতি বিভিন্ন জনের দাবিদাওয়াসহ মতামতও শুনেছেন। এরপর রাতেই আবার রাষ্ট্রপতি মিঠামইনের বাড়িতে ফিরে যান। সভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান ও ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ রাষ্ট্রপতির অন্যান্য সফরসঙ্গী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *