• শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন |
  • English Version

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি শেয়ার, কলেজ শিক্ষক বরখাস্ত, দু’দিনের রিমান্ড মঞ্জুর

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি শেয়ার
কলেজ শিক্ষক বরখাস্ত
দু’দিনের রিমান্ড মঞ্জুর

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের হোসেনপুরের এক কলেজ শিক্ষক অন্যের ফেসবুক থেকে প্রধানমন্ত্রীর প্রতি করা কটুক্তি শেয়ার করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে আদালত বুধবার (২৭ অক্টোবর) দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া, কলেজ কর্তৃপক্ষ তাকে কৃতকর্মের জন্য কালজ থেকে সাময়িক বরখাস্ত করেছে।
হোসেনপুর মহিলা ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে রুহুল আমিন ‘স্বপ্নের পৃথিবী অন্ধাকার’ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর প্রতি করা কটুক্তিমূলক একটি পোস্ট গত ১৪ অক্টোবর শেয়ার করেছিলেন। এ ঘটনায় ২৩ অক্টোবর রাতে তাকে জেলা শহরের আখড়াবাজার সেতু এলাকা থেকে পুলিশ আটক করে এবং হোসেনপুর থানার এসআই বাদল তালুকদার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ২৪ অক্টোবর থানায় মামলা (মামলা নং ৭) রুজু করেন। মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীনকে। রুহুল আমিনকে ২৪ অক্টোবর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং পরিদর্শক জয়নাল আবেদীন তার বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বুধবার শুনানিশেষে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন কোর্ট পরিদশক মো. হাম্মাদ হোসেন। পরিদর্শক জয়নাল আবেদীন জানান, আদালত থেকে রিমান্ডের আদেশ হাতে পেলে রুহুল আমিনকে রিমান্ডে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *