• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী আওয়ামী লীগের

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামী ৭ অক্টোবর উপনির্বাচন হবার কথা ছিল। নির্বাচনী তফশিল অনুসারে আজ ১৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার শেষ সময়সীমা ছিল। কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হাসান শিবলী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম। তিনি জানিয়েছেন, আগামীকাল ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত। বাছাইয়ে যদি রকিবুল হাসান শিবলীর প্রার্থিতা টিকে যায়, আর ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে যদি তিনি প্রার্থিতা প্রত্যাহার না করেন, এর পরই তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা যাবে বলে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম এ প্রতিনিধিকে জানিয়েছেন।
গত ৮ মে টানা দু’বারের সাবেক চেয়ারম্যান ছারওয়ার আলমের মৃত্যুজনিত কারণে এখানে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমানের ২ সেপ্টেম্বরের স্বাক্ষরে প্রকাশিত প্রজ্ঞাপনে বাজিতপুরসহ দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *