• রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান “হেলমেট নাই যার তেল নাই তার” বাস্তবায়নে মাঠে নেমেছে ভৈরব হাইওয়ে পুলিশ ভৈরবে র‌্যাবের হাতে আটক নারীর মৃত্যু খরা আর শিলাবৃষ্টির হানা বেপারিদের মাথায় হাত মোকাররম শোকরানা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান

হোসেনপুরে পানির অভাবে কাঁচা পাট জাগ দিতে পারছেন না কৃষক

হোসেনপুরে পানির
অভাবে কাঁচা পাট জাগ
দিতে পারছেন না কৃষক

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর :-

কিশোরগঞ্জের হোসেনপুরে পানির অভাবে কাঁচা পাট গাছ জাগ দিতে পারছেন না কৃষক। বর্ষার মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় কাঁচা পাট গাছ পঁচানোর জন্য উপযুক্ত পানি নেই খাল-বিলে। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় উৎপাদন ভালো হলেও কাঁচা পাট জাগ নিয়ে বিপাকে কৃষক।
এলাকাটি ব্রহ্মপুত্র ও নরসুন্ধা নদের উপকুল বেষ্টিত হওয়ায় এখানকার কৃষকরা যুগ যুগ ধরে পাট চাষ করে আসছেন। নদীর পানির স্্েরাতে পাট জাগ দিলে পাটের গুণগত মান ভালো হয়। এবছর নদ-নদী, খাল বিল ও ডোবাতে যথেষ্ট পরিমান পানি না থাকায় পাট জাগ দিতে পারছেনা গ্রামাঞ্চলের পাট চাষীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ৬টি ইউনিয়ন ও পৌর এলাকায় ২ হাজার ৪০০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। যা লক্ষ্য মাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি। এর মধ্যে এক হাজার ৫০০ হেক্টর জমিতে দেশীয় তোষা জাত রয়েছে। গত বছর পাটের দাম বেশি থাকায় এ বছর পাট চাষে আগ্রহ বাড়ে চাষীদের। এক দিকে শ্রমিক সংকট অন্যদিকে বৃষ্টি কম থাকায় ক্ষেতই শুকাচ্ছে কর্তনকৃত পাট গাছ। ফলে পাট মাড়াই ও ন্যায্য মূল্যে বিক্রয় নিয়ে শঙ্কা প্রকাশ করছেন স্থানীয় পাট চাষীরা।
চরবিশ্বনাথপুর গ্রামের পাট চাষী হাসেন মিয়া জানান, ৮০ শতক জমির কাঁচা পাট দূরবর্তী স্থানে উচ্চ মূল্যে গাড়ি ভাড়া করে জাগ দিয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস জানান, যেহেতু এবছর বৃষ্টির পরিমান কম তাই চাষীদের সুবিধার্থে সেচ ব্যবস্থা চালু করে দ্রুত কাঁচা পাট জাগ দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। এব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ের চাষীদের খোঁজ খবর নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *