কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের আশ্রয়ণ প্রকল্পে ঘর ও জমি পাওয়া পরিবারগুলোর মধ্যে করোনাজনিত দুঃসময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। করোনার টিকার জন্য নিবন্ধন কার্যক্রমও পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে আজ ৩০ জুলাই শুক্রবার খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পে ঘর ও জমি পাওয়া ৬৯টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, তিন কেজি আলু ও এক কেজি করে লবন প্রদান করা হয়েছে। সেখানে অতিথিগণ গাছের চারাও রোপন করেছেন।