• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন |
  • English Version

এবারও হচ্ছে না মুসল্লিদের মিলনমেলা, এবারও ফাঁকা পড়ে থাকবে কিশোরগঞ্জের শোলাকিয়া

এবারও হচ্ছে না মুসল্লিদের মিলনমেলা
এবারও ফাঁকা পড়ে থাকবে
কিশোরগঞ্জের শোলাকিয়া

# মোস্তফা কামাল :-

এবারের করোনা মহামারি বিগত দিনের যে কোন সময়ের চেয়ে ভয়াবহ। প্রতিদিনই কিশোরগঞ্জে সংক্রমণের পরিসংখ্যান উঠছে শতকের ঘরে। একাধিক ব্যক্তি মারাও যাচ্ছেন প্রায় প্রতিদিনই। সারা দেশের চিত্রই এবার বেশ ভয়াবহ। ফলে সরকারের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ও স্থানীয় পরিস্থিতির বিবেচনায় এবাও কিশোরগঞ্জের পৌনে তিনশ’ বছরের প্রাচীন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগায় ঈদুল আজহার জামাত হচ্ছে না। এবার নিয়ে পর পর দুই বছর চারটি ঈদে ফাঁকা পড়ে থাকার এক অস্বাভাবিক ইতিহাস তৈরি করবে বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করা কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা। এবারও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে জামাত হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের নির্দেশনা দেয়া হয়েছে। শোলাকিয়া ঈদগা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম মন্ত্রণালয়ের নির্দেশনা ও স্থানীয় করোনা পরিস্থিতি পর্যালোচনা করে বৃহস্পতিবার ১৫ জুলাই বিকালে কমিটির সভায় সকলের মতামতের ভিত্তিতে এরকম সিদ্ধান্তই জানিয়েছেন। অবশ্য শোলাকিয়া ঈদগায় ঈদুল ফিতরের জামাতে কয়েক লাখ মুসল্লির সমাগম হয়। কিন্তু ঈদুল আজহার সময় যেহেতু কোরবানির বিষয় থাকে, ফলে এই জামাতে মুসল্লির সংখ্যা অনেক কমে যায়। তার পরও অনেকেরই আগ্রহ থাকে এখানে নামাজ আদায়ের। কিন্তু ঘাতক ভাইরাস করোনার কারণে এবারও এই ঈদগা ফাঁকা নিঃসঙ্গ পড়ে থাকবে।
জেলা প্রশাসক জানিয়েছেন, এবার মন্ত্রণালয় থেকে স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা করে স্থানীয় কর্তৃপক্ষের ওপর জামাতের সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছে। অর্থাৎ, কোথাও সংক্রমণ কম থাকলে সেখানকার কর্তৃপক্ষ চাইলে খোলা মাঠেও ঈদুল আজহার জামাতের আয়োজন করতে পারবে। যে কারণে কিশোরগঞ্জের উপজেলাগুলোতে উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। তিনি জনগণের প্রতি আহবান জানিয়ে বলেছেন, যেহেতু মসজিদে মুসল্লিদের স্থান সংকুলান কঠিন হয়ে পড়ে, ফলে বিভিন্ন মহল্লায় কয়েকটি বাড়ি বা বাসার মুসল্লিরা নিজেদের মত করে ছোট ছোট জামাতে নামাজের আয়োজন করতে পারেন। তাহলে ঈদ জামাতকে কেন্দ্র করে সংক্রমণের ঝুঁকি অনেকটা এড়ানো সম্ভব হবে। তিনি জেলা ইসলামিক ফাউন্ডেশনকেও এসব বিষয়ে উদ্যোগ নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *