• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে একসঙ্গে এতগুলো চোরাই গরু কখনও উদ্ধার হয়নি

কিশোরগঞ্জে একসঙ্গে
এতগুলো চোরাই গরু
কখনও উদ্ধার হয়নি

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে পুলিশ চার ব্যক্তিসহ ১৮টি চোরাই গরু উদ্ধার করেছে। গতকাল ৩০ মে রোববার রাত ১১ টার দিকে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের দামপাড়া এলাকা থেকে চার ব্যক্তিসহ এসব গরু উদ্ধার করে সদর মডেল থানায় নিয়ে আসা হয়। এর আগে কিশোরগঞ্জে নিকট অতীতে একসঙ্গে এতগুলো চোরাই গরু কখনও উদ্ধার হয়নি। একটি নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেনকে ওই এলাকায় অভিযান চালানোর নির্দেশ দেন। রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পার্শ্ববর্তী চিকনিরচর গ্রামের মৃত মাসুম আলীর ছেলে মজলু মিয়া (৬২), মৃত মোহাম্মদ আলীর ছেলে ফজলুর রহমান (৭০), মৃত শহীদ মিয়ার ছেলে ভ্যান চালক লিটন মিয়া (৩৮) ও কানকাটি এলাকার আলাল উদ্দিনের ছেলে ভ্যান চালক ওমর সিদ্দিককে (২০) আটক করে এসব গরু উদ্ধার করা হয়। তবে আরো কয়েকটি গরু ইতোমধ্যে দুর্বৃত্তরা বিক্রি করে দিয়েছে বলে জানা গেছে।
এলাকার আত্মীয়দের কাছ থেকে খবর পেয়ে গরুগুলোর দু’জন মালিক অষ্টগ্রামের কাস্তুল এলাকার মঙ্গু ভূঁইয়ার ছেলে মো. রিটন (২০) ও ইজ্জত আলীর ছেলে আছমত (২০) কিশোরগঞ্জ মডেল থানায় এসে তাদের গরুগুলো শনাক্ত করে। এখানে রিটনের আছে ১০টি গরু, আর আছমতের আছে ৮টি গরু। গত শুক্রবার দুপুরে উন্মুক্ত নির্জন হাওরে ঘাস খাওয়ার সময় দুর্বৃত্তরা ট্রলার এবং ভ্যানে করে এসব গরু চুরি করে নিয়ে যায়। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক (পিপিএম) জানিয়েছেন, যেহেতু গরুগুলোর মালিক পাওয়া গেছে, এখন তাদেরকে অষ্টগ্রাম থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। সেখানে মামলা হলে গরু এবং আটক চারজনকে অষ্টগ্রাম থানার হেফাজতে দেয়া হবে। আর এখানে একটি সাধারণ ডায়রি করে রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *