• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী পেনশন স্কিমে ধীর গতি হেল্প ডেস্ক উদ্বোধন বাজিতপুরে কৃষিবিদ ইসরাফিল জাহান এর বিদায় সংবর্ধনা যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (৪র্থ পর্ব) ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক বৈশাখের নতুন ধানে ভরপুর ভৈরবের মোকাম ক্রেতা কম থাকায় দুশ্চিতায় বিক্রেতারা ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস তৃষ্ণার্তদের মাঝে অ্যাপেক্স ক্লাবের বোতলজাত পানি ছাত্রলীগ নেতা মুখলেছের মরদেহ লুঙ্গি-ছোরা উদ্ধার ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী

ভৈরবের কৃতি সন্তান হাবিবুর রহমান জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক

ভৈরবের কৃতি সন্তান
হাবিবুর রহমান জনতা ব্যাংকের
নতুন মহাব্যবস্থাপক

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবের কৃতি সন্তান মো. হাবিবুর রহমান খোকন জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (DGM) পদে থেকে গত ৪ মে মঙ্গলবার জেনারেল ম্যানেজার (মহাব্যবস্থাপক) (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন। একই সাথে তিঁনি জনতা ব্যাংক লিমিটেড এর কোম্পানী সেক্রেটারির দায়িত্ব পালন করবেন। দীর্ঘ ৩৩ বছরের চাকরিকালে তিঁনি ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মো. হাবিবুর রহমান খোকন ১৯৬২ সালে ভৈরব উপজেলার মেন্দিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম রমিজ উদ্দিন মিয়া।
১৯৭৮ সালে বাংলাদেশ রেলওয়ে হাই স্কুল ভৈরব থেকে এসএসসি ও ১৯৮০ সালে ভৈরব হাজী আসমত কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। এরপর তিঁনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে বিএসএস ও ১৯৮৪ সালে লোক প্রশাসন বিভাগ থেকে এমএসএস কৃতিত্বের সাথে পাশ করেন।
১১ মে ১৯৮৮ সালে তিঁনি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে চাকুরীতে যোগদান করেন। মো. হাবিবুর রহমান খোকন জনতা ব্যাংকের প্রধান শাখাসহ বিভিন্ন জেলা উপজেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিঁনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারসহ ব্যাংকের উন্নত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিঁনি ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিঁনি ঢাকাস্থ ভৈরব সমিতির বর্তমান ট্রেজারার হিসেবে আছেন। তাছাড়াও ভৈরবের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত।
মো. হাবিবুর রহমান খোকন জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পাওয়ায় ঢাকাস্থ ভৈরব সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. ইউসুফ বাবু, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামিউজ্জামান সুমন, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ শরীফ আহমেদ, ভৈরব ব্যাংকার্স এসোসিয়েশন সভাপতি মো. মনিরুজ্জামান মুন্না, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তাঁরা হাবিবুর রহমান খোকনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *